ঠাকুমার ঝুলি | Thakurmar Jhuli PDF in Bengali
ঠাকুমার ঝুলি | Thakurmar Jhuli PDF in Bengali Free Download

লেখক / Writer | দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার / Dakshinaranjan Mitra Majumder |
বইটির নাম / Name of Book | ঠাকুমার ঝুলি / Thakurmar Jhuli |
বইয়ের ভাষা / Book of Language | বাংলা / Bengali |
বই আকার / Book Size | 1.82 MB |
মোট পৃষ্ঠা / Total Pages | 249 |
শ্রেণী / Category | Bengali Books PDF |
ডাউনলোড / Download | Click Here |
আমরা আপনাকে ঠাকুমার ঝুলি pdf এর লিঙ্ক দিচ্ছি, আপনি নীচের লিঙ্ক থেকে বইটির pdf ডাউনলোড করতে পারেন। আপনি যদি ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান, আমরা আপনাকে পূর্ণ সহায়তা দেব এবং আমরা আপনাকে এই পিডিএফের জন্য আরেকটি লিঙ্ক দেব, তারপর আপনি আমাদের বলুন আপনি কী সমস্যার সম্মুখীন হচ্ছেন।
পিডিএফ ডাউনলোড করতে, আপনাকে নীচের লিঙ্কে ক্লিক করতে হবে, ক্লিক করে, আপনি আপনার ডিভাইসে
পিডিএফ সংরক্ষণ করতে পারেন এবং এটি পড়তে পারেন।
নীচের লিঙ্কে ক্লিক করুন >
Dhanvantri Banoshdhi PDF Download
ঠাকুমার ঝুলি একটি বইয়ের একটি যান্ত্রিক অংশ
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
রাজপুত্রেরা বলিলেন, -“হায় ভাই, বুদ্ধ ভাই থাকিলে আজি এখন
রক্ষা করিত!” “হায় ভাই, ভূতুম ভাই থাকিলে এখন রক্ষা করিত!”
“কি ভাই, কি ভাই!
কি চাই, কি চাই?”
বলিয়া বুদ্ধু আর ভূতুম্ তাহাদের সুপারীর ডোঙ্গা ময়ূরপত্ঘীর
গলুইয়ের সঙ্গে বাঁধিয়া থুইয়া, রাজপুত্রদের কাছে আসিল। আর,
মাঝিদিগে বলিল, “উত্তর দিকে পাল তুলিয়া দে।”
দেখিতে- দেখিতে ময়ুরপত্ঘী সমুদ্র ছাড়াইয়া এক নদীতে
আসিয়া পড়িল। নদীর জল যেন টলটল্ ছলছল্ করিতেছে। দুই পাড়ে
আম- কাটালের হাজার গাছ। রাজপুত্রেরা সকলে পেট ভরিয়া আম,
কাঁটাল খাইয়া, সুস্থির হইলেন।
তখন রাজপুত্রেরা বলিলেন, “ময়ুরপভ্বীতে বানর আর পেঁচা কেন
রে? এ দুইটাকে জলে ফেলিয়া দে।” মাঝিরা বুদ্ধ আর ভূতৃমকে
জলে ফেলিয়া দিল; তাহাদের সুপারীর ডোঙ্গা খুলিয়া ছুঁড়িয়া ফেলিল।
নদীর জলে ময়ূরপঙ্ী আবার চলিতে লাগিল।
চলিতে চলিতে এক জায়গায় আসিয়া পাঁচটি ময়ূরপজ্ঘীই
রাজপুত্র, মাল্লা, মাঝি সব লইয়া, ভুস করিয়া ডুবিয়া গেল। আর
তাহাদের কোনও চিহৃ- ই রহিল না।
কতক্ষণ পর, বুদ্ধু আর ভূতুমের ডোঙ্গা যে, সেইখানে আসিল।
বুদ্ধ বলিল__“দাদা!”
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ভূতুম্ বলিল, -“কি?”
বুদ্ধু!- “আমার মন যেন কেমন- কেমন করে, এইখানে কি যেন
হইয়াছে। এস তো, ডুব দিয়া, দেখি।”
ভূতুম্ বলিল, “হ’ক গে! ওরা মরিয়া গেলেই বাঁচি। আমি ডুবটুব
দিতে পারিব না।”
বুদ্ধু বলিল, -“ছি, ছি, অমন কথা বলিও না। তা, তুমি থাক; এই
আমার কোমরে সূতা বাঁধিলাম, যতদিন সূতাতে টান না দিব, ততদিন
যেন তুলিও না।”
ভূতুম্ বলিল, -“আচ্ছা, তা” পারি।”
তখন বুদ্ধু নদীর জলে ডুব দিল; ভূতুম্ সৃতা ধরিয়া বসিয়া রহিল।
ঠাকুমার ঝুলি | Thakurmar Jhuli PDF in Bengali Free Download